২০২৫ সালে ফেসবুক থেকে ইনকাম করার অথেন্টিক টিপস
ভিডিও দিচ্ছেন, ফলোয়ার বাড়ছে, কিন্তু ইনকামটা এখনো আসছে না? ফেসবুকে হাজার হাজার মানুষ প্রতিদিন ইনকাম করছে। সো আপনি কেন পারবেন না? চলুন জেনে নিই ফেসবুক মনিটাইজেশন পাওয়ার উপায়, কিভাবে কি করবেন এবং কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
ফেসবুক মনিটাইজেশন কী?
ফেসবুক মনিটাইজেশন হলো ফেসবুকের এমন একটি সুবিধা, যেখানে আপনি ভিডিও, লাইভ, রিল বা অন্যান্য কনটেন্টের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। মূলত, যখন আপনি ফেসবুকে একটি নির্দিষ্ট পরিমাণ অডিয়েন্স এবং এনগেজমেন্ট তৈরি করতে পারবেন, তখন ফেসবুক আপনাকে এড বা সাবস্ক্রিপশন ফিচারের মাধ্যমে ডলার আর্নিংয়ের সুযোগ দিবে।
ফেসবুক মনিটাইজেশন পাওয়ার সহজ উপায়
এবার আসি ফেসবুক মনিটাইজেশন পাওয়ার সহজ উপায়ের ব্যাপারে।
In-Stream Ads
ভিডিওতে শো করা এড হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও দীর্ঘমেয়াদী ইনকাম সোর্স। এক্ষেত্রে আপনার থাকতে হবে একটি Facebook Page। আর পেজে কমপক্ষে 10,000 ফলোয়ার, গত ৬০ দিনে 600,000 মিনিট ভিডিও ওয়াচ টাইম, কমপক্ষে ৫টি ৩ মিনিট বা তার বেশি লং ভিডিও থাকতে হবে।
তাছাড়া ফেসবুকের এই ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করতে হলে আপনার ভিডিও হতে হবে অরজিনিয়াল। অর্থাৎ আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকা যাবে না। আর যারা ভাবছেন কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন তাদের বলে রাখি ফেসবুকে মূলত হাউ টু, রেসিপি, কমেডি, বা ইনফরমেটিভ ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসে। সো আপনি চাইলে এগুলোর কোনো একটি নিয়েই কাজ শুরু করে দিতে পারেন। আর হ্যাঁ এই সিস্টেমে প্রতিটি অ্যাড ভিউ থেকে ইনকাম হবে।
Facebook Stars
লাইভ ও ভিডিওতে স্টার পাওয়ার মাধ্যমেও আপনি ফেসবুক থেকে আয় করতে পারেন। এক্ষেত্রে ১টি স্টারে জেনারেট হবে $0.01। আর এই সিস্টেমে ফেসবুক থেকে ইনকাম করতে হলে যোগ্যতা হিসেবে আপনার থাকতে হবে পেজ বা প্রোফাইল Creator Mode, কমপক্ষে 500 ফলোয়ার, 30 দিনে কমপক্ষে 5টি লাইভ। যদিও লাইভে যে বিষয়টি বললাম সেটি পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপর। যদি করতে পারেন তবে ভালো। আর যদি নাও করতে পারেন তবে কোনো সমস্যা নেই।
মনে রাখবেন এই সিস্টেমে ফেসবুক থেকে আয় করতে হলে আপনাকে লাইক করার সময় অডিয়েন্সদের স্টার পাঠানোর জন্য উৎসাহিত করতে হবে। আর কাজটা কোনোভাবেই জোর করে করা যাবে না। অর্থাৎ আপনার অডিয়েন্সদের প্রেসারাইস করা যাবে না।
Reels Play Bonus Program
আজকাল রিল থেকে বোনাস ইনকাম করার মাধ্যমেও অনেকে ফেসবুক থেকে ইনকাম করছেন। Meta Reels Play Bonus হলো এমন একটি সিস্টেম যার সাহায্যে আপনি শুধুমাত্র Reels বানিয়েই ইনকাম করতে পারবেন। ২০২৫ সালের নিয়ম অনুযায়ী যারা রেস থেকে ইনকাম করতে চান Creator Mode অন থাকতে হবে, ১ মাসে 100,000+ Reel views থাকতে হবে এবং আপনার প্রত্যেকটি রিলস হতে হবে অরজিনিয়াল।
এই সিস্টেমে যারা দ্রুত ইনকাম করতে চান তারা চাইলে, রিল আপলোড করার সময় catchy মিউজিক ও trending হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। দেখবেন আপনার রিযল অতি অল্প সময়ে ভাইরাল হয়ে যাচ্ছে এবং আপনি প্রচুর ভিউজ পাচ্ছেন।
Brand Collaboration বা Sponsorship
যদি এমন একটি facebook পেজ থাকে, যা মোটামুটি মানের ফেমাস, অথবা আপনাকে যদি কোনো না কোনো কারণে বেশ কিছু ফলোয়ার ভালোভাবেই চেনে তবে আপনিও শুরু করে দিতে পারেন ব্র্যান্ড কোলাবারেশন বা স্পন্সরশিপ। কোম্পানিগুলো আপনাকে নিজে থেকেই প্রমোশনাল অফার দিলে আপনি এই সিস্টেমে সহজেই ফেসবুক থেকে ইনকাম করা শুরু করে দিতে পারবেন।
তবে এক্ষেত্রে আপনার ভালো এনগেজমেন্ট ও ফলোয়ার বেইজ সুন্দর সাজানো গোছানো একটি ফেসবুক পেজ থাকতে হবে, বজায় রাখতে হবে কনটেন্টের কোয়ালিটি ও কনসিস্টেন্সি। আর সবশেষে বলবো যদি কোনো একটি নির্দিষ্ট নিশ বা টপিকে ফোকাস করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে।
Fan Subscriptions
ফেসবুক থেকে আর্ন করার এই সিস্টেমটাকে অনেকেই পেইড সাবস্ক্রিপশনও বলে থাকে। এই সিস্টেমের মাধ্যমে আপনার ফ্যানরা প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি দিয়ে এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে বা কোনো এক্সট্রা সুবিধা নিতে পারবে। তবে এর জন্য আপনার অডিয়েন্সকে আগে পে করতে হবে। আর তারা যেই পেমেন্টটা করবে সেটাই হবে আপনার ইনকাম।
যারা ফ্যান সাপেসক্রিপশন সিস্টেমে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের পেইজে কমপক্ষে 10000 ফলোয়ার থাকতে হবে। সাথে থাকতে হবে ২৫০ টি রিটার্নিং ভিউয়ার্স ৫০ প্লাস কমেন্ট এবং ১ লাখ ৮০ হাজার মিনিট ওয়াচ টাইম। আর কনটেন্ট আইডিয়া হিসেবে ট্রাই করতে পারেন বিভিন্ন বিহাইন্ড শুট, বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল।
কিভাবে ফেসবুক মনিটাইজেশন অন করবেন?
ফেসবুক মনিটাইজেশন থেকে ইনকাম করার উপায় সম্পর্কে তো জানলেন। এবার চলুন কিভাবে মনিটাইজেশন চেক করবেন বা অন করবেন সে বিষয়ে কথা বলি। মূলত:
১. Meta Business Suite বা Creator Studio তে লগইন করতে হবে। বাম পাশে Monetization সেকশন পাবেন। সেখানে ক্লিক করে দেখবেন কোন ফিচারের জন্য আপনি যোগ্য। যদি আপনার যোগ্যতা অনুযায়ী কোনো ফিচার পেয়ে যান তবে সেটআপ বাটনে ক্লিক করবেন।
২. এরপর আপনাকে ব্যাংক একাউন্ট নাম্বার দিতে হবে এবং আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য দিতে হবে। আপনি ফেসবুক মনিটাইজেশন অন করে যে টাকাটা আর্ন করবেন সেই টাকাটা তোলার জন্য আপনি পেওনিয়ার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন। আর ফেসবুক মনিটাইজেশন অন করার এই সিস্টেমে যদি আপনি কোন সমস্যার মুখোমুখি হন তবে তাদের সরাসরি মেসেজ করতে পারেন।
যে ভুলগুলো করলে মনিটাইজেশন বাতিল হতে পারে
যেহেতু facebook থেকে এখন অনেকেই আর্ন করছে তাই কম্পিটিশনটা বেড়ে গেছে। সেই সাথে মেটা কর্তৃপক্ষও এমন কিছু পয়েন্ট নির্দিষ্ট করে দিয়েছে যা আমার না মানলে আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। যেমন:
- কপিরাইট কোন ভিডিও পোস্ট করা
- ক্লিকবেইট বা মিথ্যা তথ্য দেওয়া
- অন্যের ভিডিও ইউজ করা
- অন্যকের মিউজিক ব্যবহার করে কনটেন্ট বানানো
- বুলিং, হেইট স্পিচ বা সেকচুয়াল পোস্ট করা
- ফেইক ফলোয়ার কেনা
- ভিউ বা এনগেজমেন্ট বুস্ট করা
মনে রাখবেন কোনো কারণে যদি আপনার ফেইসবুক মনিটাইজেশন বাতিল হয়ে যায়, সে ক্ষেত্রে সেই অ্যাকাউন্ট ব্যাক পাওয়া বা মনিটাইজেশন ব্যাক পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে।
ফেসবুক মনিটাইজেশন করে বাড়তি ইনকামের টিপস
- সপ্তাহে তিন থেকে চারটি ভিডিও আপলোড করুন
- ভিউ বাড়াতে Cross-posting করুন Audience-দের সাথে কমেন্টে রেগুলার কথা বলুন
- লাইভে গিয়ে Interact করুন
- Facebook Groups ব্যবহার করে আপনার কনটেন্ট শেয়ার করুন
মনে রাখবেন ফেসবুক মনিটাইজেশন পাওয়ার উপায় সহজ হলেও নিয়মিত কাজ করে যাওয়াটা অনেকটাই কঠিন। কারণ অনেকেই দিনশেষে ধৈর্য ধরে কাজ করে যেতে পারেন না। ধৈর্য, মানসম্মত কনটেন্ট, আর নিয়ম মেনে কাজ করলে আপনিও মান্থলি মিনিমাম ১০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন, তাও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে! যতটা সম্ভব একটিভ, থাকুন নিয়মিত কাজ করে যান এবং নিজের কাজের উপর ভরসা রাখুন। হ্যাপি আর্নিং!
লেখা: সুলতানা আফিয়া তাসনিম