মোবাইলে ফেসবুক ভিডিও ডাউনলোড করার ১০টি টুলস
ফেসবুকে অনেক সময় এমন ভিডিও পাই যেটা আমরা আবার দেখতে চাই, কিন্তু বারবার অনলাইনে গিয়ে দেখতে হয়। ইন্টারনেট ধীরগতির হলে বা ডাটা শেষ হয়ে গেলে তখন মুড খারাপ হয়ে যায়। কিন্তু যদি ভিডিওটা একবার ডাউনলোড করে রাখি, তাহলে ইন্টারনেট ছাড়াই যখন খুশি দেখা যাবে। এজন্য দরকার সঠিক ফেসবুক ভিডিও ডাউনলোড টুল।
চলুন তবে আজ মোবাইলে ফেসবুক ভিডিও ডাউনলোড করার ১০টি টুলস, কিভাবে ব্যবহার করবেন, কি কি ফিচার আছে এসব নিয়ে কথা বলি।
SaveFrom.net
এই ওয়েবসাইটে ভিডিও লিঙ্ক পেস্ট করে সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারবেন। বলে রাখা ভালো এই SaveFrom.net অনেক পুরনো এবং জনপ্রিয় একটি অনলাইন ভিডিও ডাউনলোড সার্ভিস। শুধু ফেসবুক নয়, ইউটিউব, ইনস্টাগ্রামসহ অনেক সাইট থেকে আপনি এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
ফিচার ও ব্যবহার
- MP4, 3GP, WEBM ফরম্যাট সাপোর্ট
- HD ও SD কোয়ালিটি ডাউনলোড
- ব্রাউজার এক্সটেনশন সাপোর্ট
- ফেসবুক ভিডিওর লিঙ্ক কপি করুন
- SaveFrom.net এ গিয়ে পেস্ট করুন
- ডাউনলোড কোয়ালিটি বাছাই করুন এবং ডাউনলোডে ক্লিক করুন
FBDown.net
যারা ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চান তারা এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। মোটামুটি অন্যান্য ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে এডের ঝামেলা অনেক কম। এছাড়াও এই ওয়েবসাইটে ইন্টারফেস অনেক ইজি। তাই নতুন হলেও ইজিলি ব্যবহার করতে পারবেন।
ফিচার এবং ব্যবহার
- HD ও Normal কোয়ালিটি
- ব্রাউজার এক্সটেনশন
- ফ্রি এবং রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহারযোগ্য
- ভিডিও লিঙ্ক কপি করুন
- FBDown.net এ গিয়ে পেস্ট করুন
- ডাউনলোড বাটনে ক্লিক করুন
Snapsave.app
Snapsave.app নামের এই ওয়েবসাইটটি বেশ মোবাইল ফ্রেন্ডলি। ফেসবুকে যেকোনো পাবলিক এবং প্রাইভেট ভিডিও আপনি নিজেরই এই ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারবেন। মূলত অন্যান্য ওয়েবসাইট গুলোতে দেখা যায় প্রাইভেট ভিডিও ডাউনলোড করার কোন অপশন থাকে না। তাই আপনার যদি প্রাইভেট ভিডিও ডাউনলোড করার দরকার পড়ে, তবে ইজিলি এই ওয়েবসাইটে ব্যবহার করে আপনার কাছে নিতে পারেন৷
ফিচার এবং ব্যবহার
- 4K পর্যন্ত ভিডিও কোয়ালিটি
- প্রাইভেট ভিডিও ডাউনলোড সাপোর্ট
- দ্রুত লোডিং এবং কম এড
- ভিডিও লিঙ্ক কপি করে Snapsave-এ পেস্ট করুন
- পছন্দমতো কোয়ালিটি সিলেক্ট করুন
- ডাউনলোড করে নিন
GetfVid
ফেসবুক ভিডিও ডাউনলোড করার এই চমৎকার ওয়েবসাইটটি আপনাকে ভিডিও এবং অডিও আলাদা করে ডাউনলোড করতে সাহায্য করবে। সুতরাং আজ থেকে কোনো কারনে ভিডিও থেকে MP3 অডিওও এক্সট্র্যাক্ট করতে হলে ইউজ করুন GetfVid।
ফিচার এবং ব্যবহার
- HD ভিডিও ডাউনলোড
- MP3 এক্সট্র্যাক্ট
- দ্রুত ডাউনলোড স্পিড
- ভিডিও লিঙ্ক কপি করুন
- GetfVid.com এ পেস্ট করুন
- ভিডিও বা অডিও ফরম্যাট বেছে ডাউনলোড করুন
VidMate App
মূলত এখন যে প্ল্যাটফর্মটি নিয়ে কথা বলব এটি কোন ওয়েবসাইট নয়। এটি একটি অ্যাপ। যার নাম আমরা হয়তো অনেকেই ছোটবেলা থেকেই শুনে আসছি। যাইহোক! এই অ্যাপটি মূলত একটি মাল্টি-সোর্স ভিডিও ডাউনলোড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে। যার মাধ্যমে আপনি ইজিলি ফেসবুক ছাড়াও ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারসহ অনেক সোর্স থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।
ফিচার এবং ব্যবহার
- অ্যাপ থেকেই ভিডিও সার্চ
- ব্যাকগ্রাউন্ড ডাউনলোড
- মাল্টিপল রেজোলিউশন
- অ্যাপ ইনস্টল করুন
- অ্যাপে ফেসবুক সেকশনে যান
- ভিডিও সিলেক্ট করে ডাউনলোড করুন
FastVid
FastVid নামের এই প্লাটফর্মটি মূলত একটি অ্যাপ। যেখানে আপনাকে ইন-অ্যাপ ব্রাউজার দিয়ে ভিডিও খুঁজে ডাউনলোড করতে হবে।
- ফিচার এবং ব্যবহার
- সরাসরি গ্যালারিতে সেভ
- ইন-অ্যাপ ফেসবুক ব্রাউজিং
- HD ও SD কোয়ালিটি
- অ্যাপ চালু করুন
- ভিডিও খুঁজুন বা লিঙ্ক পেস্ট করুন
- ডাউনলোড বাটনে চাপুন
iTubeGo
আইটিউবগো মূলত অ্যাপ এবং সফটওয়্যার ২ মাধ্যমেই কাজ করে থাকে। ভিডিও ডাউনলোড + কনভার্ট করার জন্য ইউজ করা যেতে পারে এই প্লাটফর্মটি। বলে রাখা ভালো এই সফটওয়্যারটিতে ফেসবুক ছাড়াও ১ হাজার প্লাস সাইট সাপোর্ট করে। মানে আপনি ফেসবুক ছাড়া আরও ১০০০ ওয়েবসাইট থেকে সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে।
ফিচার
- ভিডিও কাট, কনভার্ট
- 8K ভিডিও সাপোর্ট
- MP3, MP4, MOV ফরম্যাট
- ভিডিও লিঙ্ক কপি করুন
- iTubeGo অ্যাপে পেস্ট করুন
- ফরম্যাট বেছে ডাউনলোড করুন
KeepVid.pro
যারা ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য একটি লাইট ওয়েট এবং দ্রুত কাজ করে এমন কোন ওয়েবসাইট খুঁজছেন তারা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। যেটি কিনা আপনাকে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই যেকোনো ভিডিও ডাউনলোড করার সুযোগ করে দিবে।
ফিচার এবং ব্যবহার
- একাধিক ফরম্যাট
- কম এড
- ফ্রি ইউজ
- ভিডিও লিঙ্ক পেস্ট করুন
- ডাউনলোড ফরম্যাট বেছে নিন
- ডাউনলোড করুন
Y2Mate Facebook Downloader
পার্সোনালি আমি ফেসবুকসহ ইউটিউবের যেকোন ভিডিও ডাউনলোড করা ক্ষেত্রে এই ওয়েবসাইটটি ব্যবহার করি। কারণ এই ওয়েবসাইটের মাল্টিপল কোয়ালিটি সার্পোট ফিটারটি আমার খুব ভালো লাগে।
ফিচার এবং ব্যবহার
- HD, Full HD
- দ্রুত কনভার্ট সিস্টেম
- মোবাইল ফ্রেন্ডলি
- ভিডিও লিঙ্ক কপি করে Y2Mate-এ পেস্ট করুন
- কোয়ালিটি সিলেক্ট করুন
- ডাউনলোড করুন
4K Video Downloader+
ফেসবুক ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট হিসেবে সবশেষে আমি আলোচনা করবো এই চমৎকার অ্যাপ + সফটওয়্যারটি নিয়ে। এখান থেকে যদি আপনি ভিডিও ডাউনলোড করেন সেই ভিডিও হবে হাই কোয়ালিটির। মূলত যাদের ভিডিও এডিটিং এর কাজে হাই রেজোলিউশনের ভিডিও ডাউনলোড করতে হয় তাদের ক্ষেত্রে এই ওয়েবসাইট ক্ষেত্রে চমৎকার একটি অপশন হতে পারে।
ফিচার এবং ব্যবহার
- 4K ও 8K ভিডিও
- ব্যাচ ডাউনলোড
- সাবটাইটেলসহ ভিডিও ডাউনলোড
- অ্যাপ ইনস্টল করুন
- লিঙ্ক পেস্ট করুন
- রেজোলিউশন সিলেক্ট করে ডাউনলোড করুন
ইতি কথা
মনে রাখবেন যে কোনো ভিডিও ডাউনলোড করার সময় আপনাকে অবশ্যই এর কপিরাইট আইন মেনে চলতে হবে৷ তবে আমি মনে করি কারো পার্সোনাল ভিডিও ব্যক্তিগত কোনো কারণে ব্যবহার না করাই ভালো।
লেখা: সুলতানা আফিয়া তাসনিম