যেভাবে এআই দিয়ে শুরু করবেন আপনার প্রথম অনলাইন বিজনেস
আজকের দিনে এআই (Artificial Intelligence) ঠিক সেই বন্ধু, যে রাতে ৩টায়ও আপনার জন্য ডিজাইন বানাবে, ক্যাপশন লিখবে, ওয়েবসাইট রেডি করবে!
কেনো বলছি?
কারণ AI এখন এমন কিছুই করছে, করে দিচ্ছে। আর আপনি যদি আলসেমির চ্যাম্পিয়ন হন তবে তো কোনো কথাই নেই। এই এআই-ই আপনার অনলাইন বিজনেসের সব কাজ করে দেবে।
ওভারঅল অনলাইন ইনকামের স্বপ্ন যারা দেখছেন, তাদের জন্য AI একটা আশীর্বাদ। আপনাকে শুধু ঠিক করতে হবে কি সেল করবেন এবং কাদের কাছে সেল করবেন! বাকিটা AI নিজেই সামলে নেবে।
প্রোডাক্ট বেছে নিন
প্রথমে ভাবুন আপনি কী সেল করবেন! আসলে এখন মার্কেটে মুখ খুললেই সবাই বলে, অনলাইন বিজনেস শুরু করো, অনলাইনে আজকাল সব করা যায়! কিন্তু কি নিয়ে করা যায় সেটাই খুঁজতে খুঁজতে দিন শেষ!
এক্ষেত্রে কেয়ারফুলি ডিসিশন নিতে হবে। সো তো প্রথমেই সিদ্ধান্ত নিন! সিদ্ধান্ত নিন আপনি কি ডিজিটাল প্রোডাক্ট ইবুক, কোর্স, ডিজাইন নিয়ে কাজ করবেন নাকি সার্ভিস বেইসড বিজনেস যেমন রাইটিং, মার্কেটিং, ট্রান্সলেশন শুরু করবেন।
অনলাইনে কিন্তু আজকাল ঘরের সামনে গাছের আমও বিক্রি করা যায়। সেটাও চাইলে করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় শুরুতে প্রিন্ট-অন-ডিমান্ড নিয়ে কাজ করলে। যেখানে আপনাকে টি-শার্ট, মগের ডিজাইন করতে হবে। যেখানে AI নিজেই ডিজাইন বানাবে!
দরকারি এআই টুলস
এবার আসি বিজনেসের জন্য দরকারি এআই টুলসের ব্যাপারে। বিজনেস করতে আপনার লাগবে ChatGPT, Jasper! যা আপনাকে কন্টেন্ট আইডিয়া দেবে। ডিজাইনের জন্যে আছে Canva AI, Midjourney। রিলস, প্রমো ভিডিও বানাতে ইউজ করতে পারেন Pictory, Synthesia এর মতো এআই টুল!
প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করুন
টুলস বাছাই হয়ে গেলে এবার নিজের প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে বসে পড়ুন৷ কাজটা একদম সহজ! একদিকে Canva AI-তে ৫ মিনিটেই টি-শার্ট ডিজাইন বানাতে পারবেন। আবার অন্যদিকে ChatGPT দিয়ে টপিকের উপর বানাতে পারবেন ইবুক! তাও ১০ মিনিটে!
মার্কেটিং স্ট্রাটেজি সেট করুন
এই কাজে এআই থাকলে চিন্তা নাই! ভাই, পোস্ট লেখতে পারি না, মার্কেটিং পারি না, আপু কিভাবে সেল করবো…সব সমস্যার সমাধান আছে এআইয়ে! ১ মাসের কনটেন্ট প্ল্যান বানাতে পারেন SEO-ব্লগ পোস্ট তৈরি, ইমেইল মার্কেটিং টেমপ্লেট, কাস্টমার সাপোর্ট রিপ্লাই সেট করা সবকিছুই আজকাল এই দিয়ে সম্ভব!
ওয়েবসাইট তৈরি করুন
আপনার প্রোডাক্ট সেল করার জন্য এবার আপনাকে ওয়েবসাইট রেডি করতে হবে। এক্ষেত্রে হাতে কোড না থাকলেও হবে! মানে কোডিং না জানলেও হবে। Wix AI বা Durable দিয়ে অটো ওয়েবসাইট বানিয়ে আপনি ChatGPT দিয়ে প্রোডাক্ট ডিটেইলস লিখিয়ে নিমে পারবেন। আর Shopify-এর সাথে AI ইনটিগ্রেশন করে দিতে পারলে তো আরো জোশ!
সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডিং
এবার সেলস আনার পালা! এক্ষেত্রে AI আপনাকে দেবে Instagram Bio + Reels স্ক্রিপ্ট, TikTok কনটেন্ট আইডিয়াসহ সবকিছু!
কাস্টমার সার্ভিসে এআই
অটো পাইলট মুড বলে একটা কথা আছে! যেখানে সব রকেটের গতিতে কাস্টমার পেয়ে যাবে। মার্কেটিংয়ে এই কাজ সম্ভব কাস্টমার সার্ভিসে এআই করার মাধ্যমে। আপনার পেইজে কেউ যদি রাত ৩টায় মেসেজ দেয় আপনি হয়তো রিপ্লাই দিতে পারবেন না। কিন্তু আপনি যদি AI দিয়ে অটো রিপ্লাই রেডি করে রাখতে পারেন তবে কোনো কাস্টমারই লেইট রেসপন্সের জন্যে ফেরত যাবে না।
একদম নতুনদের জন্য রোডম্যাপ
এআই দিয়ে যারা বিজনেস শুরু করবেন ভাবছেন তারা সবসময় ছোট থেকে শুরু করুন। যেটা জানেন, সেটার উপর ভিত্তি করে কাজ করার চেষ্টা করুন। প্রতি সপ্তাহে ৩-৫ ঘণ্টা চেষ্টা করুন নতুন কিছু শেখার। YouTube, Google আর ChatGPT কে বানিয়ে নিন আপনার পার্সোনাল টিউটর। সবশেষে বলবো, প্রতিদিন ১টি নতুন টুল ট্রাই করুন!
মনে রাখবেন, এআই এখন শুধুই টুল হিসাবে কাজ করছে না! এই জিনিস এখন আপনার পার্সোনাল সহকারী, ডিজাইনার, রাইটার, মার্কেটার সব! সো আপনি যদি চান সত্যিকারের ফ্রিডম, তবে আজই ফোকাস করুন এআইয়ে। এআই যেখানে সবার চাকরি খাচ্ছে আপনি সেখানে বিজনেস দাঁড় করিয়ে ম্যানপাওয়ার হায়ার করুন! হ্যাপি বিজনেস!
আফনাগো সুলতানা আফিয়া আফা