ads

ভালো কনটেন্ট লিখলেও কেউ পড়ে না: সমস্যাটা কোথায়?

আপনি হয়তো একাধিকবার ভেবেছেন, সব নিয়ম মেনে কনটেন্ট লিখি, বানান ঠিক, তথ্য ঠিক, শব্দচয়ন সুন্দর তবুও আপনার লেখা কেউ পড়ে না কেনো? 

content-writing-meaning-in-bengali.jpg

সত্যি বলতে, আপনি একা নন। অনেক ভালো লেখক, উদ্যোক্তা, কিংবা ফ্রিল্যান্সারও এই সমস্যার মধ্য দিয়ে যান। সো আমাদের আজকের এই আর্টিকেলে আমরা খুঁজে দেখব, আপনার কনটেন্ট কেউ পড়ছে না কেন, এবং তার পিছনের বাস্তব কারণগুলো কি কি! 

ভালো লিখছেন কিন্তু হুক নেই

এই যুগে মানুষের স্ক্রল করার গতি বিদ্যুৎ গতির চেয়েও দ্রুত। তাই লেখার শুরুটা যদি হুক না হয়, তাহলে সে লেখা আর কেউ পড়ে না। সাপোস আপনি লিখলেন, আজ আমি কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করবো! ব্যাস! রিডারদের মনোযোগে আপনার লেখা আটকালো না! কিন্তু আপনি লিখতে পারতেন ভালো কনটেন্ট লিখেও যদি কেউ না পড়ে, তাহলে এই ১টা মিসটেক ঠিক করে দেখুন! 

তথ্য দিলেন কিন্তু ইমোশন নেই

মানুষ তথ্য পছন্দ করে, কিন্তু ইমোশন ছাড়া সেই তথ্য অনেক বোরিং লাগে। তথ্যের সঙ্গে গল্প, রেফারেন্স, অথবা relatable উদাহরণ জুড়ে দিন। মনে রাখবেন তথ্য কিন্তু সব জায়গায় পাওয়া যায়। কিন্তু ইমোশন দিয়ে সেই তথ্য প্রেজেন্ট করার মত সোর্স অডিয়েন্স এর কাছে অনেক কমই বটে! 

লিখলেন কিন্তু শেয়ার করলেন না 

If you build it, they will come বলে ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে! কিন্তু দুঃখের বিষয় হল এই কথা এখন কনটেন্ট জগতে আর কাজ করে না। আপনি ভালো লিখলেও তা যদি সঠিক জায়গায় না পৌঁছায় তাহলে কেউ জানবে না যে আপনি তাদের উদ্দেশ্য করে কিছু একটা লিখেছেন! 

সো ফেসবুক গ্রুপে, ইমেইল সাবস্ক্রাইবারদের কাছে, Reddit, LinkedIn, Quora, Pinterest এ কিংবা Reel/Shorts হিসেবে আপনার কনটেন্ট যত পারেন শেয়ার করুন! 

নিজের মতো করে লিখলেন কিন্তু অডিয়েন্সের কথা ভাবলেন না 

মনে রাখবেন অডিয়েন্স এর কাছে আপনার অভিজ্ঞতার চাইতে তাদের সমস্যার সমাধানের গুরুত্ব অনেক বেশি! সো লেখায় নিজের কথা কম, পাঠকের কথা বেশি রাখবেন। পাশাপাশি লেখায় আপনার চাইতে অডিয়েন্সের ওপর ফোকাস রাখবেন বেশি। 

একজন চিকিৎসক যেমন তার পেশেন্টের সাথে কেবল পেশেন্টের সমস্যা নিয়েই কথা বলে, একজন রাইটার হিসেবেও আপনাকে কেবল আপনার অডিয়েন্সের সমস্যার কথা বলতে হবে। সেই সমস্যা সমাধানে কি কি করতে হবে তা নিয়ে আপনাকে কনসার্ন থাকতে হবে! 

ব্লগে লিখলেন কিন্তু মোবাইলে পড়া যায় না 

আপনি কি জানেন আজকাল ৭০ থেকে ৮০% রিডার মোবাইলেই ব্লগ পড়েন? সো মনে রাখবেন, আপনার লেখা যদি বিশাল প্যারায় হয়, ছোট ফন্টে হয়, তাহলে পাঠক পড়ার আগেই ব্যাক করে চলে যাবে। সো এই সমস্যার সমাধান হিসাবে লেখার সময় ছোট ছোট প্যারায় লিখুন, লেখায় সাবহেডিং ব্যবহার করুন দরকার পড়লে Bullet points, bold লেখা, emoji এড করা ইত্যাদি টেকনিক ইউজ করুন। 

আর্টিকেল লিখেছেন কিন্তু SEO টেকনিক ইগনোর করেছেন 

আপনি যদি আপনার লেখা কেবল ফেসবুকে শেয়ার করে থেমে যান, তাহলে দেখবেন একদিন না একদিন পোস্টটি হারিয়ে যাবে। সো এই সমস্যা থেকে বাঁচতে আপনার লেখা আর্টিকেলটি পাবলিশ করার সময় তাতে Title Tag, Meta Description, প্রয়োজনীয় এসইউ কিওয়ার্ড ব্যবহার করুন। সাথে কনটেন্ট evergreen রাখুন যাতে সার্চ করলেই মানুষ বারবার পায়!

ইতি কথা

মনে রাখবেন লেখার হাত ভালো হলেই যে আপনার আর্টিকেল ভাইরাল হবে, অনেক অডিয়েন্স আসবে তা কিন্তু নয়! আপনি যদি ভালো মার্কেটার না হন, তাহলে আপনার লেখা বড়োসড় অডিয়েন্সের মাথা কষ্ট করতে বিরাট সমস্যা পোহাতে হবে। সো নেক্সট টাইম যখন লিখতে বসবেন তখন আপনার লেখা কে পড়বে? কেন পড়বে? কোথায় পড়বে? কীভাবে খুঁজে পাবে? এইসব প্রশ্নের উত্তর ভেবেচিন্তে তবেই লেখা শুরু করবেন। 

লেখা: সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}