ads

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম: SSC Board Challenge 2025 

ssc-board-challenge-2025.jpg

প্রতিবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট হন না। কেউ কেউ প্রত্যাশার তুলনায় কম নম্বর পান, আবার কেউ ফেইল করেন যেখানে পাসের প্রত্যাশা ছিল। এমতাবস্থায় শিক্ষার্থীদের জন্য রয়েছে বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণ বক Re-scrutiny করার সুযোগ। আর আমি আজ শেয়ার করবো এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম, কেনো করবেন, করে কি লাভ, সময় কত লাগবে এবং খরচ কত! 

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার সময়সীমা

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আবেদন শুরু হবে ফল প্রকাশের পরদিন থেকে। সাধারণত ফল প্রকাশের ৭ দিন পর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এসএসসি রেজাল্ট ২০২৫ যেহেতু এবার ১০ তারিখে প্রকাশিত হয়েছে সেহেতু ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত আপনি এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। বলে রাখা ভালো এই সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার উপায় 

এবার আসি SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার উপায় নিয়ে। এক্ষেত্রে আপনাকে শুধু টেলিটক প্রিপেইড সিম থেকে SMS পাঠাতে হবে। মনে রাখবেন এই আবেদন অনলাইনে নয়, শুধুমাত্র SMS পদ্ধতিতে সম্ভব। এক্ষেত্রে যা করবেন: 

RSC <BOARD> <ROLL> <SUBJECT CODE> এই ফরম্যাটে একটা এসএমএস লিখবেন। 

বোর্ড কোড হবে ঠিক এরকম: 

  • ঢাকা বোর্ড: DHA
  • চট্টগ্রাম: CHI
  • রাজশাহী: RAJ
  • সিলেট: SYL
  • বরিশাল: BAR
  • কুমিল্লা: COM
  • দিনাজপুর: DIN
  • মাদ্রাসা: MAD
  • কারিগরি: TEC

বিষয় কোড হবে ঠিক এরকম:

  • বাংলা ১ম পত্র: ১০১
  • বাংলা ২য় পত্র: ১০২
  • ইংরেজি ১ম: ১০৭
  • ইংরেজি ২য়: ১০৮
  • গণিত: ১০৯

সম্পূর্ণ কোড তালিকা আপনি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবেন। 

সো RSC DHA 123456 101,107,108 এভাবে উদাহরণস্বরূপ এসএমএস লিখে আপনাকে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
 

এই SMS পাঠানোর পর আপনি একটি ফিরতি SMS পাবেন। যেখানে লেখা থাকবে কত টাকা ফি কাটা হবে এবং সেই সাথে আপনাকে একটি PIN নম্বর দেওয়া হবে।

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ আবেদন নিশ্চিতকরণ SMS

ফিরতি PIN নম্বর পাওয়ার পর দ্বিতীয় SMS পাঠাতে হবে এভাবে RSC YES <PIN> <আপনার মোবাইল নম্বর>। উদাহরণসরূপ: RSC YES 567890 017XXXXXXXX এভাবে লিখে পাঠিয়ে দিন এই ১৬২২২ নম্বরে। ব্যাস! এতেই দেখবেন আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবেদন গ্রহণযোগ্য হলে আবারও নিশ্চিতকরণ মেসেজ আসবে।

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ আবেদন খরচ

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ আবেদন খরচ পড়বে প্রতি বিষয়ের প্রতি পত্রের জন্য ১২৫ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। যেমন বাংলা ১ম ও ২য় পত্র = ২টি পত্রের ক্ষেত্রে পড়বে ২৫০/৩০০ টাকার মতো। গণিতের ক্ষেত্রে পড়বে ১২৫/১৫০ টাকার মতো। আর SMS চার্জ হিসাবে প্রতিটি SMS-এ প্রায় ২/৫ টাকা কাটা হবে। আর মোট খরচ নির্ভর করবে কতটি পত্রে আবেদন করছেন তার উপর। মনে রাখবেন আবেদন করার সময় কিন্তু TeleTalk প্রিপেইড SIM-এ যথেষ্ট ব্যালেন্স রাখতে হবে। আবেদন চলাকালীন ফি কাটার পর আবেদন গ্রহণ হবে।

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশের সময়

বাংলাদেশের যেকোনো বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত ১৪/৩০ কর্মদিবসের মধ্যে প্রকাশিত হয়। এই ফলাফল বেসিক্যালি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এক্ষেত্রে আলাদা পিডিএফ ফাইলে প্রকাশ করা হয়ে থাকে। আবার কখনও কখনও শিক্ষার্থীদের মেসেজেও জানানো হয়! আর হ্যাঁ! আপনার আবেদন সফল হলে সংশোধিত মার্কশিট কিন্তু পরবর্তীতে আপনি স্কুল থেকেও সংগ্রহ করতে পারবেন৷ 

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জে কী হয়?

অনেকেই ভুলভাবে মনে করেন যে, বোর্ড চ্যালেঞ্জে উত্তরপত্র আবার মূল্যায়ন করা হয়। কিন্তু আসলে বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র মার্ক গণনা চেক করা হয়। কোনো নতুন উত্তর মূল্যায়ন হয় না। তাছাড়া দরকার পড়লে টিক চিহ্ন, ভুল গণনা, ভুল যোগফল এসব শুধরানো হয়। অর্থাৎ, যদি আপনার উত্তরপত্রে ৭০ নম্বর থাকে কিন্তু ভুলক্রমে ৫০ লেখা থাকে সেক্ষেত্রে সেটা সংশোধন করা হবে। 

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার যৌক্তিকতা

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ করার সবচেয়ে বড় যৌক্তিকতা হলো আপনি পাসের খুব কাছাকাছি ছিলেন, আপনার প্রাপ্ত নম্বর আশানুরূপ নয়, অথচ পরীক্ষায় ভালো হয়েছে এই ধরণের সমস্যার সমাধান পাবেন। তাছাড়া কোনো বিষয়ে আপনি ‘F’ বা ‘Absent’ পেলেও সে সমস্যার সমাধান পাবেন। তবে মনে রাখবেন এই আবেদনে আপনার নম্বর বাড়ানো হবে না। পাশাপাশি কোনো নিশ্চয়তা নেই যে রেজাল্ট পরিবর্তন হবে। 

এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জে কিছু সতর্কতা

  • শুধুমাত্র TeleTalk প্রিপেইড সিম ব্যবহার করবেন
  • SMS ফরম্যাটে ভুল করলে আবেদন বাতিল হবে
  • সময়সীমার বাইরে আবেদন করলে কোনো লাভ নেই
  • ভুল বিষয় কোড দিলে চ্যালেঞ্জ গ্রহণ হবে না
  • PIN পাওয়ার পর দ্বিতীয় SMS না পাঠালে আবেদন অসম্পূর্ণ থেকে যাবে

ইতি কথা 

সবকিছু আরামসে ম্যানেজ করতে ফল প্রকাশের দিনই বিষয় কোড ও রোল নম্বর লিখে রাখুন। এক নম্বরের জন্য GPA কমেছে এমন বিষয় চ্যালেঞ্জ করে দেখবেন অবশ্যই। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনার শিক্ষকের পরামর্শ নিন! তিনি বুঝতে পারবেন আপনি চ্যালেঞ্জ করবেন কিনা। মনে রাখবেন এসএসসি রেজাল্ট ২০২৫ বোর্ড চ্যালেঞ্জ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আপনার ফলাফলে ভুল হয়েছে বা মার্ক গড়মিল আছে মনে করলেই এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। 

লেখা: সুলতানা আফিয়া তাসনিম 

Previous Post Next Post

{ads}