ল্যাপটপ থাকলেই এবার ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করে ইনকাম করা যাবে ঘরে বসে
আপনার কাছে ল্যাপটপ আছে। চাচ্ছেন ইনকাম শুরু করতে। কিন্তু কিছু শিখতে পারছেন না। এমনটা যদি হয় আপনার বর্তমান পরিস্থিতি অর্থ্যাৎ আপনি যদি ফ্রি কাজ শিখে জীবনে পরিবর্তন আনতে চান, তবে এই পোস্টটি আপনার জন্য। সুতরাং সাথেই থাকুন।
ল্যাপটপ থাকলেই ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করবেন যেভাবে
এবার ল্যাপটপ থাকলেই করা যাবে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স!
আমরা জানি, বেকার জীবন কখনোই সুখকর হয় না। কিন্তু বেশিরভাগ সময় আমরা শিখতে চাইলেও কোর্স ফির অভাবে পারি না।
তবে সবচেয়ে খুশির খবর হলো আজকাল, আমরা সম্পূর্ণ ডিজিটাল যুগে বাস করছি। যেখানে ইন্টারনেটের মাধ্যমে অসংখ্য রিসোর্স পাওয়া যায় একেবারে ফ্রিতে।
একটু খেয়াল করলে দেখবেন এখন অনেক প্রতিষ্ঠান এবং অভিজ্ঞ প্রফেশনালরাও ফ্রি কোর্স এবং ট্রেনিং প্রদান করছেন শুধুমাত্র নিজের জনপ্রিয়তা বাড়াতে।
মোটকথা সবই আছে! দরকার কেবল শুধু সময় আর প্রচেষ্টার। আসুন তবে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্সের ব্যাপারে আরো ডিপ আলোচনা করা যাক। জানা যাক এমনকিছু সিক্রেট সোর্স সম্পর্কে, যা আগে কেউ কখনো আপনাকে বলেনি।
ইউটিউব (YouTube)
ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্সের পার্ফেক্ট সোর্স হলো ইউটিউব। প্রায় সব ধরনের কোর্স এবং টিউটোরিয়াল আপনি একেবারে ফ্রিতে পেয়ে যাবেন। যেকোনো স্কিল, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ইত্যাদি বিষয়ে বর্তমানে অসংখ্য প্রফেশনালসের ভিডিও এভেইলএভেল আছে ইউটিউবে। যেমন:
- The Net Ninja: ওয়েব ডেভেলপমেন্ট
- Fiverr Freelancer: ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকাম সোর্স
- ফ্রিল্যান্সিং এবং অনলাইন: গ্রাফিক ডিজাইন
কোর্সেরা (Coursera)
বেসিক্যালি কোর্সেরা বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। যেখানে আপনি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের কোর্স ফ্রিতে পেয়ে যাবেন। যদিও এখানকার কিছু কিছু কোর্স পেইড। তবে দাম কিন্তু একেবারে হাতের নাগালে। অনেক কোর্সের ফ্রি ভার্সন থাকলেও, সার্টিফিকেটের জন্য আবার আপনাকে কিছু টাকা ঢালতে হবে। বাট ডোন্ট প্যানিক! কিছু কিছু ব্যাসিক কোর্স আপনাকে ফ্রিতেই দেওয়া হবে। যেমন:
- ডাটা সায়েন্স
- ডিজিটাল মার্কেটিং
- গ্রাফিক ডিজাইন
বিস্তারিত জানতে গুগলে Coursera লিখে সার্চ করতে পারেন।
এডএক্স (edX)
ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করার আরেক ফ্রি প্ল্যাটফর্ম হলো এডএক্স। যেখানে আপনি বিভিন্ন বিষয়ের ওপর কোর্স করার সুযোগ পাবেন। তাও কোনো টাকা ছাড়াই! বিশেষ করে যাদের ড্রিম মিটিভি, হার্ভার্ড, মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করা তারা প্রাইমারি কোর্সের জন্য এই প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন। কারণ এখানে অনেক কোর্সের লেসন ফ্রি। তবে সার্টিফিকেট পেতে পয়সা লাগবে।
ফ্রি কোড ক্যাম্প (FreeCodeCamp)
সবশেষে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করার পার্ফেক্ট ফ্রি সোর্স হিসাবে বলবো ফ্রি কোড ক্যাম্প এর কথা। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শিখতে চান তবে এই প্ল্যাটফর্ম আপনার জন্য সোনায় সোহাগা। সম্পূর্ণ ফ্রি এই প্ল্যাটফর্মে আপনি ইজিলি HTML, CSS, JavaScript, Python সহ অন্যান্য প্রোগ্রামিং ভাষা শিখতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে।
ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স কি আসলেই কাজের?
আলবাত কাজের! কেনো বলছি? কারণ:
- স্কিল ডেভলপমেন্ট: ফ্রিতে আরকিছু না হোক এসব কোর্স আপনাকে স্কিল ডেভলপমেন্ট করতে সাহায্য করবে। আপনি ইন্টারনেট মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিংসহ যেকোনো স্কিল শিখতে পারেন। যেসব স্কিল আসলেই ইনকাম জেনারেট করতে সক্ষম এবং মার্কেটে যেসব স্কিলের চাহিদা আছে।
- অনলাইন আয়ের সুযোগ: ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি কাজ করেই মূলত ফ্রিল্যান্সারেরা অনলাইনে ইনকাম করে। আর এসব কাজ করতে হলে শেখা দরকার। যা সম্ভব ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স প্ল্যাটফর্মের ব্যবহারের মাধ্যমে।
ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করার ক্ষেত্রে যেসব বিষয় একেবারেই মিস করা যাবে না
যারা ইতিমধ্যেই ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করার ডিসিশন নিয়ে ফেলেছেন তারা কিছু টিপস অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। যেমন:
সময়ের সঠিক ব্যবহার: ফ্রি কোর্স থেকে শিখতে গেলে আপনার মাঝেমধ্যে শিখতে মন চাইবে না, কাজ করতে ইচ্ছে করবে না, সময় নষ্ট করতে মন চাইবে! আপনাকে মূলত এসব স্বাভাবিক ইচ্ছাকে পিষে মেরে ফেলতে হবে।
প্র্যাকটিস করুন: শুধু কাজ শিখলে চলবে না৷ প্র্যাকটিস করতে হবে। কোর্সে শিখা সব বিষয় প্রতিদিনের কাজের মধ্যে ব্যবহার করার চেষ্টা করুন। প্রয়োজনে ফ্রিতে ইন্টার্ন করুন। কারণ আমরা যা শিখছি বলে মনে করি, দিনশেষে কাজ পেলে তা প্র্যাকটিস করতে গেলেই হিমশিম খাই।
সঠিক মাইন্ডসেট: ফ্রি শেখার সময় একটি সঠিক মাইন্ডসেট থাকাটা জরুরি। আপনার মনে রাখতে হবে শিখতে গেলেই ভুল করবেন, ফেইল করবেন এবং হতাশ হবেন। কিন্তু হাল ছাড়া যাবে না।
ইতি কথা
মনে রাখবেন ল্যাপটপ থাকলেই ফ্রি কোর্স এবং রিসোর্স ব্যবহার করে আপনিও সহজেই নতুন স্কিল শিখতে পারবেন। দরকার কেবল ইচ্ছাশক্তি আর সঠিক মাইন্ডসেটের। জীবনকে পাল্টানোর জন্য প্রথম পদক্ষেপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর জরুরি কাজ যত তাড়াতাড়ি সারা যায় ততই মঙ্গল!
হ্যাপি আর্নিং!
লেখা: সুলতানা আফিয়া তাসনিম