ads

কম সময়ে এইচএসসি পরীক্ষায় এ+ পাওয়ার উপায়

/how-to-get-a-plus-in-hsc-exam-fast-secret-tips-no-one-tells.jpg

কাল রাত ২টায় হুট করে মনে পড়ল, এইচএসসি তো দরজায় কড়া নাড়ছে! অথচ বইয়ের পাতা খোলার বদলে আপনি ইউটিউবে 10 Minute Study Tricks খুঁজে বেড়াচ্ছেন। চিন্তার কিছু নেই। বিশ্বাস করুন আপনার মতো ছাত্ররাই ইতিহাসে রাত জেগে এ+ ছিনিয়ে এনেছে। তবে সেটা হুট করে নয়। একটু বুদ্ধি খাটিয়ে, একটু পরিশ্রম করে, আর অবশ্যই... একটু কম ফেসবুকিং করে! চলুন জানি কম সময়ে এইচএসসি পরীক্ষায় এ+ পাওয়া কি সম্ভব! সম্ভব হলে তা কিভাবে! 

স্ট্র্যাটেজি ছাড়া উপায় নাই

সময় কম হলে সমস্যা নেই। তবে স্ট্র্যাটেজি লাগবেই! মনে রাখবেন, কম সময়ে এ+ চাই, এই স্বপ্নটা দেখতে দোষ নেই। কিন্তু সেটা যেন দুঃস্বপ্ন না হয়ে দাঁড়ায় তা মাথায় রাখতে হবে। আর মনে রাখতে হবে কম সময়ে ভালো ফল করতে চাইলে দরকার একটা স্মার্ট স্টাডি প্ল্যান। এক্ষেত্রে নিচের টিপসগুলি ফলো করতে পারেন: 


  • বাংলা ও ইংরেজির জন্য যতটা সময় দেবেন, ফিজিক্স, কেমিস্ট্রি বা হিসাববিজ্ঞানের জন্য তার ডাবল সময় দেবেন। 
  • অন্তত ৬ ঘণ্টা পড়বেন ব্রেকসহ। এতে আপনি শুধু এ+ না, এ+ এর চৌদ্দগুষ্ঠি উদ্ধার করতে পারবেন। 
  • এফেক্টিভলি পড়াশোনা করতে Pomodoro Technique ব্যবহার করবেন। এর মানে হচ্ছে ২৫ মিনিট পড়া + ৫ মিনিট বিরতি। ৪ বার পর একটা বড় বিরতি নিতে হবে। এতে করে দেখবেন মাথায় ঝিম ধরছে না। 

রাত জেগে পড়া মানেই বিপদ

রাত জেগে পড়লে মনে থাকে এই ধারণা কিন্তু মিথ। কারণ ঘুম কম হলে ব্রেইনের রিসেট হয় না। ফলে স্মৃতিশক্তি ভোঁতা হয়ে যায়। মাথা কাজ করে না।


তাছাড়া গবেষণা বলছে: Sleep after learning helps in memory consolidation.- Harvard Medical School


তাই রাত ২টার বদলে রাত ১১টায় ঘুমিয়ে ভোরে উঠে পড়ুন। এই সময়টাতে পাখির কিচিরমিচির আপনাকে মোটিভেটও করবে!


ফাঁকিবাজি কম করলে মার্কস বেশি

বই মুখস্থ না করে বুঝে পড়ুন। এক্ষেত্রে MCQ & CQ দুইই একসাথে টার্গেট করলে ভালো হয়। তাছাড়া নোট তৈরি করতে পারেন। কারণ নিজে লিখলে মুখস্থ বেশি হয়। সায়েন্সের ফর্মুলা বা হিসাববিজ্ঞান বাদ দিলে, বাকি সব সাবজেক্টেই এই টিপস ম্যাজিকের মতো কাজ করবে। 


পাশাপাশি যতটুকু সম্ভব মডেল টেস্ট দিন। আগের বছরের প্রশ্ন দিয়ে নিজেকে যাচাই করে নিন। পরিবেশ দূষণ, ডিজিটাল বাংলাদেশ এই রচনার থিমগুলিতে ভালোমতো ফোকাস করুন। কারণ এসব রচনাই বারবার ঘুরে ফিরে আসে।


লাইভ না দেখে লেকচার দেখুন

ফেসবুকের লাইভ না দেখে ইউটিউবের লেকচার দেখুন। HSC Exam Tips, 10 Minute School এসব লিখে সার্চ দিলে অনেক ভালো ভালো লেকচার পাবেন। অ্যাপ হিসাবে ফোনে Robi 10 Minute School, Bohubrihi, Udvash Online নামিয়ে নিতে পারেন। আর পিডিএফের জন্যে ফেসবুকে HSC Batch 2025 লিখে সার্চ করার পর টপ ওয়ান গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। 


লিখুন, লিখুন, আর লিখুন

পরীক্ষায় লিখতে হবে। তাই সময় থাকতেই হাত চালান। এক্ষেত্রে প্রতিদিন এক সেট প্রশ্ন লিখে প্র্যাকটিস করতে পারেন। মনে রাখবেন সময় বেঁধে লিখলে পরীক্ষার চাপ কমবে। তাছাড়া বানানটাও ঠিক হয়ে যাবে। 


বন্ধুবান্ধদের মোটিভেশন হিসাবে নিন

তুই কতটুকু পড়লি…আসলে এই প্রশ্নের উত্তর না দিলেই ভালো। কারণ তুলনা করতে গিয়ে নিজের মনোবল হারিয়ে ফেলার কোনো মানে নাই। তাই মন চাইলে Study Group তৈরি করুন। কোনো গসিপ গ্রুপ নয়। 


মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন

মনে রাখবেন, মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে ভবিষ্যতে GPA-5 কাগজেই পড়ে থাকবে। মাথায় নয়। তাছাড়া কম সময়ে পড়ালেখার চাপে মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া খুব স্বাভাবিক। এক্ষেত্রে কী করবেন? 


১৫ মিনিট হাঁটতে পারেন। দিনশেষে হালকা গান শোনেও মাথা ঠান্ডা করা যেতে পারে। পরিবার বা বন্ধুর সঙ্গে সময় কাটান।

ডেডলাইনকে বন্ধু বানান

ডেডলাইনকে ভয় না পেয়ে বন্ধু বানান। রিভিশনের টাইমলাইন রেডি করতে পারেন৷ এক্ষেত্রে পরীক্ষার ১৫ দিন আগে পূর্ণ রিভিশন দেবেন। ৭ দিন আগে শুধুই MCQ এবং লেখার গতি বাড়াবেন। এবং সবশেষে ১ দিন আগে শুধু নোট দেখবেন। নতুন কিছু না!

ইতি কথা

মোটকথা কম সময়ে এইচএসসি পরীক্ষায় এ+ পাওয়ার উপায় হিসাবে আপনাকে ট্রিকস ফলো করতে হবে। আর যদি কোনো দিন মন খারাপ লাগে, আয়নায় তাকিয়ে বলতে হবে: 


আমি পারব। শেষ হাসিটা আমিই হাসবো! 


শুভ কামনায় সুলতানা আফিয়া তাসনিম

Previous Post Next Post

{ads}